রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ আপনাকে স্বাগতম বিদ্যুৎসভ্যতার চাবিকাঠি এবং আর্থ সামাজিক উন্নয়নের পথিকৃত। এ বাস্তবতাকে উপলব্ধিকরে দেশের গ্রামীণ জনগণের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ৩১ শেঅক্টোবর ১৯৭৭ সালে জারীকৃত মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশবলে বাংলাদেশপল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। সমবায়ের সার্বজনীন নীতিমালা এবং“লাভ নয় লোকসান নয়” এ দর্শনের উপর ভিত্তি করে এবং গ্রাহকগণকে সমিতির প্রকৃতমালিকানার স্বীকৃতি দিয়ে এ যাবত দেশের৪৩৩ টিউপজেলার সমন্বয়ে৭৭ টি পল্লী বিদ্যুৎসমিতিগঠিত হয়েছে। গ্রামই জাতীয় উন্নয়নের প্রাণ কেন্দ্র।গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত অনগ্রসর ও দরিদ্র জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়েই পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম শুরুহয়। সেই মহৎউদ্দেশ্যকে সামনে রেখেইরংপুর পল্লী বিদ্যুৎসমিতি-১এপ্রিল/১৯৮৪ সালেবাণিজ্যিকভাবে বিদ্যুতায়নের কার্যক্রম শুরু করে। গ্রাহক মালিকানায় গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত ও সমবায় ধারণার উপর সংগঠিত“লাভ নয় লোকসান নয়”ভিত্তিতে এলাকাভিত্তিক বিদ্যুতায়নের উদ্দেশ্যেই অত্র সমিতি প্রতিষ্ঠালগ্নথেকে অদ্যাবধি বিভিন্ন প্রতিকূলতা অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবেলা করেএলাকাভিত্তিক পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রাপ্ত সম্পদেরসুষ্ঠু ব্যবহার, গ্রাহক পর্যায়ে সম্পর্ক উন্নয়ন ও সর্বোপরি সদস্যবৃন্দেরস্বতঃস্ফূর্ত সহযোগিতাই এগিয়ে যাওয়ার মূল আলোকবর্তিকা।রংপুর পল্লী বিদ্যুৎসমিতি-১ মূলতঃ একটি সেবামূলক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতার মাধ্যমেরংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ ও পীরগাছা উপজেলা এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলাসমূহে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সমিতিজুন/২০১৫খ্রিঃ পর্যন্ত৪১২৫.২৮৫কিঃ মিঃ লাইন নির্মাণ করে বিভিন্ন শ্রেণীর মোট১,৪৮,৩২৬জন গ্রাহক/পরিবারকে বিদ্যুৎসংযোগ প্রদান করেছে। আরও বিস্তারিত জানতে অত্র সমিতির নিজস্ব ওয়েবসাইটwww.rangpurpbs1.org.bdভিজিট করুন।